Wellcome to National Portal

সকলের জন্য মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা।

  • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বৃদ্ধি করে ৭৫% উন্নীত করা। মা ও শিশুমৃত্যু হার হ্রাস করে SDG এর লক্ষমাত্রা অর্জন। সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব সেবা কর্ণার(AFHC) গড়ে  তোলা। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ের সকল সেবা কেন্দ্র হতে ২৪ ঘন্টা ৭ দিন নিরাপদ প্রসব সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন। ইপিজেডসহ সারাদেশে গার্মেন্টস ফ্যাক্টরীতে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষন ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান। বিভিন্ন প্রচার মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা, নিরবিচ্ছিন্ন জন্মনিয়ন্ত্রন ও ঔষধ সামগ্রী সরবরাহ নিশ্চিত করা। বিভিন্ন সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন মনিটরিং ও সুপারভিশন করা।

বাংলাদেশ একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ।  বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনকারী সক্ষম দম্পতির সংখ্যা ২ কোটি ১৫ লক্ষের বেশী এবং গ্রহনকারীর হার (CAR) ৭৮.৩৩%। তন্মধ্যে পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) ৬৩.১%। বর্তমানে মোট প্রজনন হার (TFR) ২.০৫। এছাড়া অপূর্ণ চাহিদার হার ১৩.৫% (২০১১ বিডিএইচএস) থেকে কমে ১২% এবং ড্রপ আউটের  হার হ্রাস পেয়ে হয়েছে ৩০%। মাতৃ মৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে) উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে যথাক্রমে ১.৬৯ এবং ১৬ হয়েছে।  দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসবসেবার হার ৫৩% এ উন্নীত

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিস প্রতিটি উপজেলায় একটি করে এবং সিটিকর্পোরেশনের অধীনে একের অধিক রয়েছে। সিটিকর্পোরেশনের অধীন এসব কার্যালয়ের নাম থানা পরিবার পরিকল্পনা কার্য্যালয়। এ সকল অফিস পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে পরিচালিত হয়।

দপ্তরের প্রধানের পদবীঃ

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার(এম,সি,এইচএফ-পি) যথাক্রমে এ দপ্তরের নন ক্লিনিক এবং ক্লিনিক সাইডের দপ্তর প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও এ দপ্তরে আরো দুজন কর্মকর্তা আছেন তাঁরা হলেন উপজেলা সহকারী পঃপঃকর্মকর্তা ও উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা।

কার্যক্রমঃ

পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃক মা, শিশুস্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা এবং সম্পৃক্ত বিষয়ে গৃহীত কার্য্যক্রম উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের মাধ্যমে পরিচালিত এবং বাস্তবায়িত হয় । তাছাড়া ও এ অফিস বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা অর্জনে সার্বিক কার্যক্রম গ্রহন করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী মাসিক অগ্রগতি পর্যবেক্ষন ও মনিটর করে থাকে। ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে পরিচালিত কার্যক্রম, ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সেবাকেন্দ্র সমূহ এবং নিয়োজিত কর্মীদের সুপারভিশন,  সক্ষম দম্পতিদের জন্য জন্মনিরোধক ও অন্যান্য সামগ্রীর সরবরাহ নিশ্চিতকরা এ অফিসের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম। তদুপরি মাস শেষে বিভিন্ন রিপোর্ট প্রনয়ন ও প্রদানসহ বিবিধকাজ এ অফিস করে থাকে।

আওতাধীন অফিসঃ

উপজেলার অধীন প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ ইউনিয়ন ক্লিনিক রয়েছে। ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আছে পরিবার কল্যাণ সহকারী(FWA), পঃপঃপরিদর্শক(FPI), পঃকঃপরিদর্শিকা(FWV), সাবএসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার(SACMO), মেডিকেল অফিসার(পঃকঃ)সহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তা।