Wellcome to National Portal

সকলের জন্য মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা।

  • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বৃদ্ধি করে ৭৫% উন্নীত করা। মা ও শিশুমৃত্যু হার হ্রাস করে SDG এর লক্ষমাত্রা অর্জন। সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব সেবা কর্ণার(AFHC) গড়ে  তোলা। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ের সকল সেবা কেন্দ্র হতে ২৪ ঘন্টা ৭ দিন নিরাপদ প্রসব সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন। ইপিজেডসহ সারাদেশে গার্মেন্টস ফ্যাক্টরীতে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষন ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্রদান। বিভিন্ন প্রচার মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা, নিরবিচ্ছিন্ন জন্মনিয়ন্ত্রন ও ঔষধ সামগ্রী সরবরাহ নিশ্চিত করা। বিভিন্ন সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন মনিটরিং ও সুপারভিশন করা।

বাংলাদেশ একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ।  বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনকারী সক্ষম দম্পতির সংখ্যা ২ কোটি ১৫ লক্ষের বেশী এবং গ্রহনকারীর হার (CAR) ৭৮.৩৩%। তন্মধ্যে পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) ৬৩.১%। বর্তমানে মোট প্রজনন হার (TFR) ২.০৫। এছাড়া অপূর্ণ চাহিদার হার ১৩.৫% (২০১১ বিডিএইচএস) থেকে কমে ১২% এবং ড্রপ আউটের  হার হ্রাস পেয়ে হয়েছে ৩০%। মাতৃ মৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে) উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে যথাক্রমে ১.৬৯ এবং ১৬ হয়েছে।  দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসবসেবার হার ৫৩% এ উন্নীত

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

পরিবার পরিকল্পনা অফিসটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এটি সম্পূর্ন স্বতন্ত্রভাবে মাঠ পর্যায়ে মা ‍শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে থাকে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিস প্রধান হিসেবে কর্মরত আছেন। এখানে একজন মেডিক্যাল অফিসার কর্মরত আছেন যিনি ক্লিনিক্যাল কর্মচারীদের প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়া্ও স্থায়ী পদ্ধতি প্রদানের ক্ষেত্রে সার্জন হিসেবে কাজ করেন। এই অফিসে রয়েছে অত্যাধুনিক ষ্টোর ব্যবস্থাপনা। একটি বিশেষ সফ্‌টওয়ারের মাধ্যমে ১৪৭ জন মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে জন্মনিয়ন্ত্রন সামগ্রী ও ঔষধপত্র সরবরাহ করা হয়ে থাকে। রয়েছে একটি আধুনিক রিপোর্টং ব্যবস্থাপনা।অধিদপ্তর হতে মহাপরিচালক মহোদয় তার কার্যালয়ে বসে একজন মাঠকর্মীর  অগ্রগতি ও মওজুদ সম্পর্ জানতে পারেন। এই অফিসের আওতায় ১১৭টি ইউনিট, ১৭টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১৪৪টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পটিয়ার ৫৪২০০০ জনগণ ও প্রায় ৯৪০০০ সক্ষম দম্পতির মধ্যে সেবা প্রদান করে থাকে। পরিবার পরিকল্পনা সেবা প্রদান ছাড়াও গর্ভবতি মহিলাদের পরিচর্যা, ডেলিভারী সেবা ও গর্ভত্তর পরিচর্যা করে থাকে।